শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মানবাধিকার সঙ্কটে চীন, কড়া ভাষায় আক্রমণ যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মানবাধিকার সঙ্কট ভয়ঙ্কর আকার ধারণ করেছে চীনে। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানবাধিকার সঙ্কটের সবচেয়ে খারাপ নমুনা তৈরি করছে চীন। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহ দেওয়ার অভিযোগে বেইজিংকে কড়া ভাষায় আক্রমণ করে একথা বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি জানিয়েছেন, ‘ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করার অভিযোগে গীর্জার এক ধর্মযাজককে গত বছর গ্রেফতার করেছিল পুলিশ। তিনি এখনও জেলে বন্দী। চীন আজ এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধাচরণ করলেই তাকে বন্দী করা হয়। অন্য কোনো ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী হলেই তার ওপর নেমে আসে রাষ্ট্রীয় সন্ত্রাস।’ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘চীন সরকার প্রায় ১০ লাখের মতো উইঘুর মুসলিমকে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে কয়েকটি বন্দী শিবিরের ভেতরে আটকে রেখেছে। একইসাথে শিনজিয়াং প্রদেশে বসবাসকারী লোকজনের ওপর চীন সরকারের নিপীড়নমূলক নজরদারির তথ্যপ্রমাণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। শিনজিয়াংয়ে কী হচ্ছে, সেব্যাপারে চীন সরকারের পক্ষ থেকে কখনও পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়নি। সেখানে যেহেতু সরকারের কঠোর নিয়ন্ত্রণ, সেকারণে আসলেই কী হচ্ছে সেই বিষয়ে নিরপেক্ষ খবর পাওয়া খুব কঠিন।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন