বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেলোশিপ গ্রহণে ডা. কনক কান্তি বড়–য়ার ঢাকা ত্যাগ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

দেশ ও বিদেশে নিউরোসার্জারি বিষয়ক চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অফ সার্জন্স (বিসিপিএস)-এর সাবেক সভাপতি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স অফ লন্ডনের সম্মানসূচক ফেলোশীপ গ্রহণ করতে ঢাকা ত্যাগ করেছেন। গত শুক্রবার ইংল্যাণ্ডের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আগামী ২৩ জুলাই সম্মানসূচক ফেলোশীপ ডিগ্রী গ্রহণ করবেন।
গত বছর রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স অফ লন্ডন-এর প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আন্দ্রে গুড্ডার্ড এফআরসিপি ইমেইলের মাধ্যমে প্রেরিত এক পত্রে প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়ার ফেলো হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়। বিশিষ্ট সার্জন প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া আগামী ২৮ জুলাই কাতার এয়ারওয়েজের বিমানে দেশে ফেরার কথা রয়েছে।
ডা. কনক কান্তি বড়–য়া সাথে তাঁর সহধর্মিনী গাইনী বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী এবং ছেলে ডা. সুদীপ বড়–য়া লন্ডনে গেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন