বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

পকেটে থাকা পিস্তলে চাপ পড়ে ঢাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৯:৪৭ এএম

নিজের পকেটে থাকা আনলক করা পিস্তলে অসাবধানতা বসত চাপ পড়ে গুলিবিদ্ধ হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিশকাত হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল গেটে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়ার সময় এ ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, ছাত্রলীগ নেতা মেশকাত সবসময় তার সঙ্গে অস্ত্র বহন করেন। এদিন সন্ধ্যায় হল গেটে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। সাথে সাথে মেশকাতের ডান পায়ের হাটুর নিচ থেকে রক্ত বের হতে দেখতে পায়। তখন মেশকাত হোসেন তার পকেটে থাকা পিস্তল পকেট থেকে বের করে আবার পকেটে রাখেন। তার লোড করা পিস্তল লক করা ছিল না। অসাবধানতার বশে চাপ পড়ে তার পকেট থেকে গুলি বের হয়ে নিজের পায়ে লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহত ছাত্রলীগ নেতা মেশকাতের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র ব্যবহার ও অস্ত্র বহনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি চুরির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী।

গুলি লাগার বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

ঘটনাস্থলটি সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। তবে তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকার করেছে গেইটে থাকা নিরাপত্তা রক্ষীরা।
মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্র সংসদের ভিপি মারিয়াম জামান খান জানান, হলে ঢোকার সময় দেখতে পান মেশকাতের পা দিয়ে রক্ত ঝরছে। এ সময় তিনি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

সূর্যসেন হলের প্রভোস্ট মো. মকবুল হোসেন ভূইয়া বলেন, ‘আমি একজনের কাছ থেকে ঘটনাটি শুনেছি। কী ঘটেছে তা জানার জন্য একজন অফিসারকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Nannu chowhan ২১ জুলাই, ২০১৯, ১০:২৪ এএম says : 0
Eai satro lig neta ostro dhariderke ki polish rab chokhe dekhena?
Total Reply(1)
Yourchoice51 ২১ জুলাই, ২০১৯, ১০:৩৮ এএম says : 4
No, they don't because "birds of a feather flock together".
Kazi mahmud hasan.kanon ২৪ জুলাই, ২০১৯, ২:২১ পিএম says : 0
Prosason ke naka tal diya ghumai r mash sesha beton niyai dayitto ses,catrolig band kora uchit.
Total Reply(0)
হারুন ৬ আগস্ট, ২০১৯, ৪:১৫ পিএম says : 0
ছাত্রলীগ আর পুলিশ মিলিয়ে তো সরকার,তৈরী করেছে।খবরদার কেউ কিছু বলতে পারবি না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন