শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন পাবনা

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১৬তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় পাবনা জেলা মহিলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। এ দলটি গত দুই আসরের ফাইনালে উন্নীত হলেও রাজশাহীর কাছে বারবার পরাজয় মেনে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু এবার বার আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের মাটিতে খেলতে এসে ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে। সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত গতকালের ফাইনালে পাবনা ২৫-১৭, ২৫-১৮ ও ২৫-১৯ পয়েন্টে শক্তিশালী দল রাজশাহীকে হারিয়ে কাক্সিক্ষত চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল ম্যাচটিতে এবার রাজশাহীর টার্গেট ছিল হ্যাট্রিক শিরোপা। কিন্তু পাবনার খেলোয়াড়দের দৃঢ়তা ও কৌশলের কাছে রাজশাহীর স্বপ্ন ¤øান হয়ে যায়। উল্লেখ্য, পাবনা ইতিপূর্বে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৪ ও ২০১১ সালে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ শাহাবুদ্দিন শামীম, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ আবু হেনা, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দা জান্নাত আরাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ৭ হাজার টাকার প্রাইজমানি, রানার্স আপ ট্রফিসহ ৫ হাজার টাকার প্রাইজমানি এবং তৃতীয় স্থান রাজবাড়ি ট্রফিসহ ৩ হাজার টাকার প্রাইজমানি প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন। ১২টি দল নিয়ে এবারের প্রতিযোগিতা ২ জুন শুরু হয়ে গতকাল শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন