শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামের তিন উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবী গণফোরামের

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ২:২৭ পিএম | আপডেট : ২:৩১ পিএম, ২১ জুলাই, ২০১৯

কুড়িগ্রামের চিলমারী, রৌমারী এবং রাজিবপুর উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা এবং বন্যা মোকাবেলায় সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবী জানিয়ে গণফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম গণফোরাম জেলা শাখার আয়োজনে রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) আমসা আ আমিন সংবাদ সম্মেলনে বলেন, কুড়িগ্রাম জেলা দেশের একমাত্র দারিদ্রতম জেলা। এই জেলায় ৭০.৮০ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। তার ওপর ভয়াবহ বন্যায় মানুষের এখন চরম দুর্ভোগ বিরাজ করছে। এখনই সামরিক বাহিনী, বে-সামরিক বাহিনীসহ সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে বন্যা মোকাবেলা করা না হলে অনেক প্রাণহানী ঘটার আশংকা প্রকাশ করেন সংবাদ সম্মেলনে। এসময় তিনি সরকারকে দ্রুত কুড়িগ্রাম জেলার জন্য বিশেষ বরাদ্দ দেয়ার দাবী জানান। সংবাদ সম্মেলন শেষে তিনি সদর উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন।
সংবাদ সম্মেলনে জেলা গণফোরামের আহবায়ক সাইফুল আলম দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা সম্পাদিকা জাকিয়া ফেরদৌসীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন