বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনার ইছামতি নদীতে ভরা বর্ষায় পানি নেই

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৫:০৯ পিএম

দেশের পদ্মা-যমুনা, আত্রাই, হুরাসাগর, বড়াল, চিকনাই, তিস্তাসহ দেশের সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে। অপরদিকে, প্রায় ৪৬ বছর ধরে শুকিয়ে থাকা পাবনার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীতে পানি আসেনি। বর্ষা-বাদরে পানিতে ভরেনি নদীর বুক। আগের মতই শুষ্ক অবস্থায় রয়েছে। দুই বছর আগে বর্ষা মৌসুমে স্লাুইস গেট খুলে দেওয়ায় সামান্য পানি প্রবাহ হয়েছিল। এতে এই শুষ্ক নদীতে যত আবর্জনা ফেলা হয়েছিল সেসব এবং কচুরীপানা ধুঁয়ে মুছে চলে যায় লঞ্চ ঘাট এলাকার মরা পদ্মায় । এবার সেটি এখনও দেখা যাচ্ছে না। অপরদিকে, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবী, ইছামতি নদী খনন করে সচল করার কাজটিও থেমে আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন