বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরবরাহ
নিস্পত্তি করার নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
একইসাথে শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট প্রদান করা হবে না- তা জানাতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও আঞ্চলিক পাসপোর্ট অফিস,পাবনার সহকারী পরিচালকসহ চার জনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এম মাসুদ রানা।
প্রসঙ্গত যে,শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট
প্রদানের কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা জ্ঞাপন করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য
আদালতের আশ্রয় নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন