শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইফোনের দিন ফুরিয়ে আসছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

তবে কি আইফোনের দিন ফুরিয়ে এলো? গত কয়েক বছর ধরে নাকি আইফোনের প্রতি মানুষের আস্থা কমেছে। আর তাই কমেছে বিক্রিও। ইলেকট্রনিক পণ্য তুলনাকারী প্রতিষ্ঠান ব্যাংকমাইসেলের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবর থেকে ৩৮ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে ওই সমীক্ষা তৈরি করা হয়। সেখানে দেখা গেছে, ২০১৮ সালের মার্চ মাসের তুলনায় অক্টোবর পর্যন্ত আইফোন ব্যবহারকারীর হার ১৫ দশমিক ২ শতাংশ কমেছে। ২৬ শতাংশ নতুন কোনও ব্র্যান্ডের দিকে যাওয়ার কথা বলেছে। আর ৭ দশমিক ৭ শতাংশ গ্যালাক্সি এস৯ ব্যবহারকারী আইফোন ব্যবহারের পরিকল্পনার কথা বলেছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ইয়াকুব আলী ২২ জুলাই, ২০১৯, ৪:১১ এএম says : 0
দাম হিসেবে মান ভাল না যেমন 4g বলে আসলে তা নেই ব্যাটারি সমস্যা গরম হয়ে যায় দ্রুত
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন