শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ৩ মণ মাছ ধ্বংস : জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

নগরীর ফিশারিঘাটে অভিযান চালিয়ে প্রায় তিন মণ পিরানহা, আফ্রিকান মাগুর ও জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। 

তিনি জানান, অভিযানে ৪০ কেজি পিরানহা, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, বিক্রি নিষিদ্ধ এসব মাছ বিক্রির অপরাধে দু’জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ টাকা হাজার জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। অভিযানে জেলা মৎস্য অধিদফতরের উপ-সহকারী পরিচালক সৈকত শর্মা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন