বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হজ মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক : আলোচনা সভা ও দোয়া মাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী

হজের মাধ্যমে খাঁটি মুসলমান হতে হবে : পীর সাহেব ছারছীনা

ছারছীনা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের পীর আলহাজ¦ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, হজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম। সামর্থবানদের ওপর আল্লাহতায়ালা হজ ফরজ করেছেন। ফরজ হওয়ার সাথে সাথেই বিশেষ কোন ওজর ছাড়া হজ করা জরুরি। এ ফরজ ইবাদত যে ব্যক্তি সম্পাদন করল না প্রিয় নবী (সা.) হাদীস শরীফে এরশাদ করেছেন, সে ইয়াহুদী হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে আল্লাহ তায়ালার কিছু যায় আসে না। হজ হবে আল্লাহর জন্য। মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে অথবা নামের আগে হাজী টাইটেল লাগানো যাবে এমন নিয়তে হজ করলে তা আল্লাহর দরবারে কবুলের আশা করা যায় না। আর এমন হজ করে খাঁটি মুসলমান হওয়া যায় না। অতএব হজ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজেকে খাঁটি মুসলমান হিসেবে তৈরি করার জন্য। গত শনিবার খানকায়ে নেছারিয়া ছালেহিয়া বনানী, ঢাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পীর ছাহেব প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, হজ হচ্ছে মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। এই ইবাদতের দ্বারা মুসলিম উম্মাহ সকল ভেদাভেদ ভুলে একই কাতারে শামিল হয়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা পায়। তাই যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদের কর্তব্য হচ্ছে দেরি না করে তাড়াতাড়ি হজ করা। মন্ত্রী বলেন, ছারছীনা একটি রাজনীতিমুক্ত হক্ব দরবার। আমি এ দরবারে আসতে পেরে দারুণ পুলকিত। আমার এ আসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন, আলহাজ্ব মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আলী আকবর, মো. ইসমাইল মিয়া প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন