শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিআইজি মিজানকে ‘গ্রেফতার’ দেখানোর নির্দেশ

ঘুষ লেনদেন মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম

ঘুষ লেনদেন মামলায় পুলিশের বরখাস্তৃত ডিআইজি মিজানুর রহমানকে ‘গ্রেফতার’ দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আবেদনের শুনানি শেষে গতকাল রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ এ নির্দেশ দেন। ৪০ লাখ টাকা ঘুষ আদান-প্রদানের অভিযোগে কারাগারে থাকা ডিআইজি মিজান এবং দুর্নীতি দমন কমিশনের সাময়িক বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ১৬ জুলাই দুদক এ মামলা করে। গতকাল দুদকের আইনজীবী এ মামলায় ডিআইজি মিজানকে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। ডিআইজি মিজান অবৈধ সম্পদ অর্জন মামলায় এখন কারাগারে রয়েছেন। এ মামলার অপর আসামি খন্দকার এনামুল বাছির এখন পলাতক।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন