শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বিআরটিসি চেয়ারম্যানের অফিস অবরোধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ১:২২ পিএম

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন চালক-শ্রমিকরা।

প্রায় ১১ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সোমবার (২২ জুলাই) সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে চালক-শ্রমিকরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। শ্রমিকদের দাবি, পাওনা টাকা না দিলে চেয়ারম্যানকে তারা ভবন থেকে বের হতে দেবেন না।
এ সময় তারা ফরিদ আহমদ ভূঁইয়ার গাড়ির হাওয়া ছেড়ে দেন।

বিআরটিসি কার্যালয়ে ফরিদ আহমদ ভূঁইয়ার শেষ কর্মদিবস আজ সোমবার। বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদফতরে বদলি করা হয়েছে। তার পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরকে।

বিআরটিসির একজন চালক অভিযোগ করেন, চেয়ারম্যানের কারণেই ভারত থেকে নিম্নমানের বাস আনা হয়েছে। সেই বাসগুলো তিনি টাকার বিনিময়ে বহিরাগতদের হাতে ছেড়ে দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন