শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় বড়াল নদীতে বন্যার পানি এলাকাবাসী খুশী হলেও বন্যার আশঙ্কা করছেন

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ৫:৪২ পিএম

ভারতের ফারাক্কা বাঁধের করাল গ্রাসে শুকিয়ে প্রায় শুকিয়ে যাওয়া পদ্মা নদী ও এর শাখা উপ-শাখা নদী বন্যার পানি প্রবেশ করেছে। দীর্ঘ ৩০ বছর পর জেলার চাটমোহর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভাঙ্গুড়া দিয়ে প্রবাহমান বড়াল নদীর চাটমোহর এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। শুকিয়ে থাকা নদীর এই অংশে এখন বানের পানির স্রোতে। দীর্ঘদিনের জমাট বাঁধা ময়লা আবর্জনা আর কচুরী পানা ধুঁয়ে মুছে গেলেও নদীকূলে বন্যার আশংকা দেখা দিয়েছে। ময়লা আর্বজনা আর কচুরী পানা চলে গেলেও উপজেলার নদী তীরবর্তী মানুষজন বন্যার আশংকা করছেন। বড়াল নদীর পানি আরও বাড়লে বন্যা দেখা দেওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। চাটমোহরে বড়াল নদীতে পানি আশায় এলাকার লোকজন আনন্দিত যেমন হয়েছেন, তেমনি বন্যার আশঙ্কা করছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন