মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে গুলি করে টাকা ছিনতাই গ্রেফতার ৩

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুটি মোটর সাইকেল ও নগদ পঞ্চাশ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও টিভি সেন্টার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো যশোরের চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দ্দারের ছেলে সুজন হোসেন (২৭), ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২) ও তার স্ত্রী রতœা খাতুন (২৩)। পুলিশ আটককৃতদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও উদ্ধার করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গত ২৯ মে সকাল ১০টার দিকে শহরের হামদহ এলাকার রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেন পূবালী ব্যাংকে টাকা জমা দিতে আসেন। এ সময় সিঁড়িতে তিন/চারজন দুর্বৃত্ত তাকে গুলি করে নগদ দশ লাখ আট হাজার টাকা ও চার লাখ পঞ্চাশ টাকার চেক ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, এ ঘটনার সাথে সম্পৃক্ত আরো ৫ জনের পরিচয় পেয়েছে তারা। তাদেরকে গ্রেফতার করে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন