শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের নীতি পরিবর্তন ‘সতর্ক আশাবাদে’ লক্ষ করছে আফগানিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওয়াশিংটন সফরের প্রেক্ষাপটে ইসলামাবাদের আফগান নীতি পরিবর্তনের উপর সতর্ক আশাবাদের সঙ্গে লক্ষ্য রাখছে আফগানিস্তান। তবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য চুক্তি দেখতে চান কাবুলের কর্মকর্তারা। সন্ত্রাসকে বিশ্বের জন্য হুমকি মনে করেন তারা। খানের ওয়াশিংটন সফরের কারণে কাবুলের ব্যাপারে ইসলামাবাদের নীতির উপর কী প্রভাব পড়তে পারে এমন এক প্রশ্নের জবাবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সেদিক সিদ্দিকী বলেন, আফগান প্রেসিডেন্টের পাকিস্তান সফরের সময় আমরা কিছু আশাবাদ ও পরিবর্তন দেখেছি। আমরা আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের নীতিতে পরিবর্তন নিয়ে সতর্ক আশাবাদি হতে পারি।

তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে করেন যে স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের স্বার্থকে নিশ্চিত করতে পারে। তবে দুঃখজনক হলো মাঠ পর্যায়ে এর কোন প্রতিফলন দেখা যাচ্ছে না। সিদ্দিকী বলেন, সন্ত্রাস উভয় দেশ ও বিশ্বের জন্য একটি বাহ্যিক হুমকি। পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য এ ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য চুক্তি হওয়া দরকার। তালেবানের উপর পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। আর সে কারণেই কোন যুদ্ধবিরতি ও কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে নারাজ তালেবানরা। সূত্র : এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
নাহিয়ান ২৩ জুলাই, ২০১৯, ২:০২ এএম says : 0
মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে সামনে এগানো যাবে না।
Total Reply(0)
মনির হোসেন ২৩ জুলাই, ২০১৯, ২:০২ এএম says : 0
পাকিস্তানের নীতিকে আফগানের স্বাগত জানানো উচিত।
Total Reply(0)
হাসিব বিল্লাহ ২৩ জুলাই, ২০১৯, ২:০৩ এএম says : 0
আফগান স্থিতিশীল হলে পাকিস্তান সবচেয়ে বেশি লাভবান হবে। এজন্য পাকিস্তানের নীতি গুরুত্বপূর্ণ।
Total Reply(0)
kkio ২৩ জুলাই, ২০১৯, ২:৩৬ এএম says : 0
India-USA-Iran must stop dreaming of having success by playing the Shia card in Afghanistan.
Total Reply(0)
বাবুল ২৩ জুলাই, ২০১৯, ৯:৪৫ এএম says : 0
মুসলমানদের জন্য এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন