শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পানিবদ্ধতা নিরসনের দাবিতে ইসলামিক ফ্রন্টের গণমিছিল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রামের দুঃখ খ্যাত চাক্তাই খাল-উপখালসমূহ পরিকল্পিত খনন ও নগরীর পানিবদ্ধতা নিরসনের দাবিতে প্রেসক্লাব চত্বর থেকে গতকাল (সোমবার) গণমিছিল বের করেছে মহানগর ইসলামিক ফ্রন্ট। গণমিছিল পূর্ব সমাবেশে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, নগরীতে প্রায় ৩৮টি খাল-উপখাল বেদখল হয়ে আছে। এগুলো পরিকল্পিত খনন না হওয়ায় পানি নিষ্কাশনে ব্যত্যয় ঘটছে। ফলে সামান্য বৃষ্টিতে নগরী তলিয়ে যাচ্ছে। তারা চট্টগ্রাম মহানগরীর পানিবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত¡াবধানে গৃহীত প্রকল্পসমূহ দ্রæত বাস্তবায়নের দাবি জানান।

ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে গণমিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান। বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসীম উদ্দীন তৈয়বী, কে এম নুরুল ইসলাম হুলাইনী, মহানগর সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন