বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অপহরণের ৭ দিন পর স্কুলছাত্র উদ্ধার

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

কক্সবাজারের চকরিয়ার অপহরণের ৭দিন পর শহীদুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দুপুর দুইটার দিকে কক্সবাজার ডলফিন মোড় এলাকা থেকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় চকরিয়া থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে। শহীদুল ইসলাম হারবাং শান্তিনগর এলাকার মো. কালুর ছেলে ও স্থানীয় আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

অপহৃত ওই ছাত্রের মা রাবেয়া বেগম জানান, গত ১৪ জুলাই হারবাং শান্তিনগর গ্রামের বাড়ি থেকে ফুসলিয়ে আমার ছেলে শহিদুল ইসলামকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এ ডায়েরির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অপহরণের পর একটি মোবাইল থেকে বিকাশে আমার কাছ থেকে ৬০হাজার টাকা দাবি করেন। টাকা পরিশোধ করতে না পারলেও সর্বশেষ আড়াই হাজার টাকা দিতে রাজী হই। টাকা একটি বিকাশ নাম্বারে দেয়া হয়। ওই বিকাশে নাম্বারের সূত্র ধরে কেরানীহাট এলাকার একজন নারী আটক করে পুলিশ। ওই নারীর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ কক্সবাজার শহরের ডলফিন মোড় এলাকা থেকে ওই ছাত্রকে উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, বিকাশ নাম্বারের সূত্র ধরে প্রথমে এক মহিলাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক স্কুলছাত্র শহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। অপহৃত ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন