বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে কৃষি বিশ^বিদ্যালয় করতে চাই

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র লিটন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, গত ১০ বছরে রাজশাহীতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এগিয়েছে, তার মধ্যে অন্যতম অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়। শিক্ষানগরী রাজশাহীতে মেডিকেল বিশ^বিদ্যালয়ের কাজ চলছে। মেডিকেল বিশ^বিদ্যালয়ে বেশি বেশি গবেষণা হবে-এটা আমরা আশা করি। রাজশাহীতে আরো দুইটি সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কাজ চলছে। কৃষি প্রধান অঞ্চল রাজশাহীতে কৃষি বিশ^বিদ্যালয় করতে চাই। গতকাল সোমবার দুপুরে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

মেয়র বলেন, সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে। তার প্রতিফলন পড়েছে রাজশাহীতে। সাধারণ শিক্ষার পাশাপাশি সরকার কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছে। পিছিয়ে জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষার জন্য নানান সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোশারফ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আশীয়ারা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির শফিউর রহমান, নজরুল ইসলাম ও আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আব্দুর রোকন মাসুম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন