মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ৫:৪৮ পিএম

রামগড় পৌরসভার গর্জনতলী- জগন্নাথপাড়াধীন সুকেন্দ্রাই ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে একজনকে আটক করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সারোয়ার উদ্দিন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টায় গর্জনতলী- জগন্নাথপাড়াধীন সুকেন্দ্রাই ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে গর্জনতলী এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম(২৬) নামে একযুবক কে আটক করে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি জরিমানা প্রদান করলে আদালত তাকে ছেড়ে দেয়।
রামগড় সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার উদ্দিন এ প্রতিনিধিকে জানান, সুকেন্দ্রাই ছড়া থেকে শ্রমিকের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং এ বিযয়ে কাউকে ছাড় দেওয়া হবেনা এবং এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন