শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

খুলনা শহরে বাস বাড়ান

মুহসিন মুন্সী | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

গত দুই-তিন বছর খুলনা শহরের এলাকাকেন্দ্রিক বাসের সংখ্যা হ্রাস পেয়েছে। বর্তমানে অল্পসংখ্যক বাস চলাচল করে, যা দ্বারা কোনো উপকার হচ্ছে না বরং যাত্রীদের অতিরিক্ত মূল্য গুনতে হচ্ছে অন্য পরিবহনে যাতায়াতে। দূরদূরান্ত থেকে কলেজ ও ভার্সিটি পড়ূয়া শিক্ষার্থীদের এ সমস্যার ভোগান্তি পোহাতে হচ্ছে। খুলনা শহরে কিছু অসৎ ব্যক্তি লিমিটেশন অমান্য করে পরিমাণের অধিক ইজিবাইক, মাহিন্দ্রা ও সিএনজির সংখ্যা দ্রæত বৃদ্ধি করেছে। এতে করে পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে। এছাড়াও অপরিকল্পিত পার্কিং স্ট্যান্ডের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। জনসাধারণের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। এসব পরিবহনের বেপরোয়া চলাচলে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। অনেক সময় দেখা যায়, ফুটপাতের ওপর ইজিবাইক সারিবদ্ধ পার্কিং করা হচ্ছে। আশা করি, এবারের নির্বাচিত মেয়র ও এমপি খুলনা শহরে বাসের সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত যানবাহন বাজেয়াপ্ত করবেন। এতে শৃঙ্খলা ফিরে আসাসহ খুলনা শহরে ছাত্রছাত্রীসহ জনসাধারণের জন্য সুবিধা হবে।

শিক্ষার্থী, দৌলতপুর, খুলনা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন