বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমি ২০১৭ সালের ২৬ মার্চ দুইজন বন্ধুর সাক্ষীতে কাজী অফিসে বিবাহ করি, কিন্তু আমাদের উভয় পরিবারের লোকজন তা জানত না। বর্তমানে আগের বিবাহ গোপন রেখে আবার নতুন করে উভয় পরিবারের জানাজানির মাধ্যমে বিবাহ করতে চাই। এটা শরীয়তসম্মত হবে কি না?

জাহাঙ্গীর আলম
সালনা, গাজীপুর

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৭:১৩ পিএম

উত্তর : শরীয়তের দৃষ্টিতে নতুন বিবাহে কোনো সমস্যা নেই। তবে রেজিস্ট্রির সময় আগে বিবাহ করেননি, এমন একটি মিথ্যা বলার গোনাহ আপনাকে করতে হবে। তা ছাড়া, আগের বিয়েটি কোনোরকম বৈধ হলেও সামাজিক হয়নি, অথচ শরীয়তে বিয়ে সামাজিক হওয়া জরুরি। যেন, সন্তানরা বৈধতার সামাজিক সুবিধা পায়। স্বামী-স্ত্রীও কোনো সঙ্কটকালে সামাজিক সুবিধা পেতে পারে। যেজন্য গোপনে বিবাহ শরীয়তে খুবই নিন্দিত। আগের বিয়েটি কেবল আইনত শুদ্ধ ছিল। নতুনটিও শুদ্ধ হবে।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Dimond Hotle ২৬ জুলাই, ২০১৯, ৮:৫৯ পিএম says : 0
বে রেজিস্ট্রির সময় আগে বিবাহ করেননি, এমন একটি মিথ্যা বলার গোনাহ আপনাকে করতে হবে-- কোন অবস্থাতেই মিথ্যা বলা জাবেনা। উক্ত হুজুর যেহেতু অহেতুক মিথ্যা বলার আহবান করেছেন, তার জ্ঞানের সীমাবদ্ধতা প্রমানিত।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন