শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এক শ্রমিককের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৮:১৩ পিএম | আপডেট : ৮:২৮ পিএম, ২৪ জুলাই, ২০১৯

কলাপাড়ার বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. আলম বেপারী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে রাবনাবাদ নদীর তীরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বালু সরবরাহকৃত ড্রেজারের জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎúৃষ্টের এ দুর্ঘটনা ঘটে। জানা যায় খান-১৫ বালুর ড্রেজারের একটি পাইপ ঝালাই করার সময় পড়ে থাকা বিদ্যুতের তার সড়াতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত শ্রমিকের বাড়ি চাঁদপুর জেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিসাট গ্রামে। তার পিতার নাম মৃত মিয়াজ উদ্দিন বেপারী।

ড্রেজারের মিস্ত্রি মো. হামিদুল সওদাগর জানান, ড্রেজারের ছিদ্র হওয়া একটি পাইপ ঝালাই দিচ্ছিলেন আলম। এসময় ঝালাই মেশিনের বৈদ্যুতিক তার হাত দিয়ে সড়ানোর সময় বিদ্যুৎপৃস্ট হয়ে পরে চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে জেনারেটর বন্ধ করে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহত শ্রমিকের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন