শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সবজির দাম আকাশছোঁয়া

ঢাকা-চট্টগ্রামের কাঁচাবাজার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

 সবজির দামে আগুন। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও টানা বর্ষণে ফসলের ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সবজির সঙ্কট। এর ফলে দাম বেড়ে গেছে। 

পেঁয়াজ, রসুন, আদার দামও বাড়তি। ডিমের ডজন অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ১১৫ টাকা স্থির রয়েছে। তবে বাজারভেদে দামের তারতম্য রয়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সামুদ্রিক মাছ ধরা শুরু হলেও বাজারে এখনও সরবরাহ কম। জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। তবে দাম সাধারণের নাগালের বাইরে। 
গতকাল শুক্রবার নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সবজির সরবরাহ থাকলেও দাম চড়া। প্রতিকেজি কাকরোল ৬০-৭০ টাকা, পটল ৬৫-৭০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, ঢেড়স ৭০-৭৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, তিতা করলা ৭০-৮০ টাকা আর উচ্ছে প্রতিকেজি একশ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে ৩০-৩৫ টাকা, বেগুন ৬০-৬৫ টাকা, ঝিঙ্গে ৫৫-৬০ টাকা, কচুর লতি ৫০-৫৫ টাকা, কচুর ছড়া ৪০ টাকা, লাউ ৫০ টাকা, চিচিঙ্গা ৬০-৬৫ টাকা, আলু ২০-২৩ টাকা, দেশি আলু ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। 
কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, কাঁচা কলার হালি ৬০ টাকা, শসা প্রতিকেজি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির দাম কিছুটা কমলেও দেশি মুরগি, গরু, খাসির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। প্রতিকেজি ফার্মের মুরগি ১১৫ থেকে ১২৫ টাকা, সোনালিকা ২২০-২৫০ টাকা, খাসি প্রতিকেজি ৭২০ টাকা, গরুর গোশত হাড়সহ ৬০০ টাকা এবং হাড় ছাড়া ৭০০ টাকা, দেশি মুরগি ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মাছের আকাল চলছে। আর এ কারণে দামও চড়া। প্রতিকেজি রুই মাছ ২৮০-৩০০ টাকা, কাতাল ২৫০-২৮০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৭০ টাকা, লইট্টা ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি ৪০০-৬০০ টাকা, বড় চিংড়ি ৮০০-১০০০ টাকা, ছোট সাইজের ইলিশ ৮০০-১০০০ টাকা, বড় সাইজ ১২০০-১৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। 
মসলার বাজার এখনও ঊর্ধ্বমুখী। ভারতীয় পেঁয়াজ ৩২-৩৫ টাকা, দেশি পেঁয়াজ ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন ১৬০-১৮০ টাকা, আদা ১৪০-১৫০ টাকা বিক্রি হচ্ছে। ঈদুল আযহার আগেই গরম মসলার বাজার গরম হয়ে উঠেছে। চাল, ডাল, চিনি, ভোজ্য তেলসহ অন্যসব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন