শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সব সময় জনগণের জন্য কাজ করে যাব- জাপা চেয়ারম্যান জিএম কাদের

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৫:০৯ পিএম

দেশের মানুষের দুঃখ দুর্দশা দেখে আমরা এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বন্যার্তদের জন্য কাজ করছি। যার যা আছে তা নিয়ে জনগণের পাশে দাঁড়াবো। এরশাদ গলাপানিতে নেমে ত্রাণ বিতরণ করেছিলেন। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন। সরকারের পাশে থেকে গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এরশাদ। এ কারণেই এরশাদের জন্য জনগণের ভালবাসা ছিল। এরশাদ মানেই জাতীয় পাটির, জাতীয় পার্টি মানেই এরশাদ। দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর লোক নেই। কিন্তু আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ পরবর্তী এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে এ কথাগুলো বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। উপজেলার চন্ডিপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত পথসভায় স্থানীয় এমপি জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, নীলফামারি ৪ আসনের এমপি আহসান আজিজুর রহমান আদেল, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, মেজর (অবঃ) রাণা এমপি সুন্দরগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, জাপা নেতা মশিউর রহমান পলাশ, এনামুল হক প্রমূখ। জিএম কাদের ওই পথ-সভায় আরও বলেন ৯ বছরের সফল রাষ্ট্র নায়ক ছিলেন এরশাদ। মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল তিনি মওকুফ করেছিলেন। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পানিতে নেমে ত্রাণ বিতরণ করে এরশাদ জনগণের সাথে ভালবাসার নজির স্থাপন করেছেন। আগামীতে জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। তাই সব সময় আমরা জনগণের পাশে দাড়াই। এর আগে জিএম কাদের বন্যা দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন