শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ডা. সিরাজুল ইসলাম হাসপাতাল থেকে ফ্রি চিকিৎসা নিলেন ২৩০ হেপাটাইটিস রোগী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৮:১৮ পিএম

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ও হাসপাতাল থেকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিয়েছেন ২৩০ জন রোগী। শনিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত ২৩০ জন রোগী বাংলাদেশের রাজধানী ঢাকার মালিবাগে অবস্থিত এ হাসপাতালটির বর্হিবিভাগ থেকে এ চিকিৎসা সেবা নেন।

বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি ৫০ শতাংশ ডিসকাউন্টে বিভাগের রোগীদের ডাইগোনেসিস সুবিধা দিয়েছে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি। ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা গ্রহীতারা দ্বিতীয় সাক্ষাৎকারও ভিজিট মুক্ত রাখার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

হাসপাতালটির বর্হিবিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্জারী, গাইনী ও অব্স, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্মও যৌন এবং দন্ত বিভাগে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ২০০ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন