শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধর্ষণ-সহিংসতামুক্ত শিশুর নিরাপদ শৈশবের দাবি

এসএসসির ৯৯তম ব্যাচের মানববন্ধন

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৯ পিএম

শিশু ধর্ষণ ও সহিংসতামুক্ত নিরাপদ শৈশবের দাবিতে মানববন্ধন করেছে এসএসসির ৯৯তম ব্যাচ। গতকাল শনিবার বিকেলে জাতীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স¤প্রতি বাংলাদেশে শিশু ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। অন্যদিকে অপরাধের ধরন আরও নৃশংস ও বর্বর হচ্ছে। বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে গত এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ২৯০ শিশু ধর্ষণে শিকার হয়েছে। যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।
বক্তারা আরো বলেন, আমরা প্রবল উদ্বেগ থেকে ১৯৯৯ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তারা ফেসবুকভিত্তিক গ্রুপ ‘এসএসসি ৯৯’ এর মাধ্যমে মানববন্ধন করে একত্রিত হওয়ার উদ্যোগ নেই। আমরা আমাদের পরিবার ও শিশুসন্তানদের নিয়ে মানববন্ধনে অংশগ্রহণের মধ্য দিয়ে সারাদেশে নিরাপদ পরিবেশ ও শিশু অধিকার রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার অনুরোধ করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন