বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৯, ৩:১৬ পিএম

কুড়িগ্রামে নদ-নদীর পানি কিছুটা হ্রাস পেলেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ঘর-বাড়ি থেকে পানি নেমে যায়নি।তবে ধরলার পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব এলাকার বন্যা দুর্গত মানুষজন ঘরে ফিরতে না পাড়ায় অতি কষ্টে উঁচু বাঁধ ও সড়কে আশ্রয় নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে। ডায়রিয়া, চর্মরোগসহ পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন এসব এলাকার মানুষজন। এখনও এ দুর্ভোগে রয়েছে জেলার প্রায় সাড়ে ৯লাখ বানভাসি মানুষ।
রোববার সকালে ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১২ সে.মি কমে বিপদসীমার ৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ২২ সে.মি কমে বিপদসীমার ১ সে.মি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন