মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শেষ শ্রদ্ধা জানাবেন ক্লিনটন

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মৃত্যুতে সারা বিশ্ব শোকাহত। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আলীর জন্মস্থান। আগামী শুক্রবার সেখানেই দাফন হবে ‘দ্য গ্রেটেস্ট’-এর। আলীকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আলীর পারিবারিক মুখপাত্র বব গানেল জানিয়েছেন এ তথ্য। বৃহস্পতিবার পারিবারিকভাবে জানাজা হবে মোহাম্মদ আলীর। পরদিন শেষ শ্রদ্ধা জানানোর জন্য এই মহান বক্সারের লাশ রাখা হবে লুইসভিলের কেন্দ্রস্থলে। সেখানে ক্লিনটন ছাড়াও বক্তব্য রাখতে পারেন বিখ্যাত কৌতুকাভিনেতা বিলি ক্রিস্টাল ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ব্রায়ান্ট গাম্বেল। শেষকৃত্যের আগে লাশ নিয়ে শহর প্রদক্ষিণের পরিকল্পনাও করা হয়েছে। সবশেষে দাফন হবে কেভহিল কবরস্থানে। আলীকে শ্রদ্ধা জানিয়ে লুইসভিলের সব পতাকা এখন অর্ধনমিত। তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের ছোটবেলার বাসস্থানে নির্মাণ করা হয়েছে জাদুঘর। সেই জাদুঘরের বাইরে উপচে পড়ছে ভক্তদের ভালোবাসার ফুল, শ্রদ্ধাভরা কার্ড। হলিউডের ওয়াক অব ফেমে আলীর নামাঙ্কিত তারকার পাশেও ফুল দিয়ে যাচ্ছে বহু মানুষ। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন