শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেশে ডেঙ্গু, বন্যা, গুম, খুন যা কিছু হচ্ছে সবই কি গুজব -আমির খসরু মাহমুদ চৌধুরী

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ৪:২২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের সাথে জনগনের কোন সম্পর্ক থাকবে না জনগনের প্রত্যাশা বা চাহিদা তাদের কাছে গুজবের মত মনে হবে এটাই স্বাভাবিক। তারা জনগনের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে একটি সরকার গঠন করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগনের কথা তাদের কানে যাওয়ার কোন কারন নেই, তাদেরও জনগনের প্রয়োজন নেই। জনগনের ভোটে তো তারা নির্বাচিত হন নাই। তাই তাদের কাছে সবকিছুই গুজবের মত মনে হবে। তারা সবকিছুই যখন গুজব মনে করছেন তখন গুজবের সমাধান তারাই দেবে। তিনি আর বলেন ডেঙ্গু, বন্যা, গুম, খুন এগুলো কি সবই গুজব।
এসময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে দেশ চালানোর যে প্রচেষ্টা এটা বিএনপির সমস্যা নয়, এটা বাংলাদেশের মানুষের সমস্যা।
তিনি সোমবার দুপুরে উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণকালে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, উলিপুর পৌরসভার মেয়র তারিক আলা চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন