শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিদেশ ভ্রমনে ১২ হাজার ডলার বহন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ৫:৩৮ পিএম

বিদেশ ভ্রমণের জন্য এখন থেকে ১২ হাজার ডলার বহন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। আগে এই অর্থ বহনের পরিমাণ ছিল ৭ হাজার ডলার। একই সঙ্গে বিদেশ ভ্রমনের ক্ষেত্রে অঞ্চলভেদে বৈদেশিক মুদ্রা নেওয়ার যে ভিন্ন সীমা ছিল সেটিও তুলে দিলো বাংলাদেশ ব্যাংক। আর তাই সার্কভুক্ত দেশ কিংবা মায়ানমার বা যুক্তরাষ্ট্র যেখানেই ভ্রমন করা হোক না কেন বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন প্রাপ্তবয়স্ক যে কোন নাগরিক। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ( ১২ বছরের কম) এই অর্থের পরিমাণ কোনো অবস্থাতেই ৫ হাজার ডলার অতিক্রম করবে না। বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের মোহাম্মদ খুরশিদ ওয়াহাব জানান, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে ভ্রমণ কোটায় ডলার সীমা আরও ৫ হাজার ডলার বাড়ানো হয়েছে। ২০২০ সালের প্রথম দিন থেকেই এই সুবিধা কার্যাকর হবে। তবে চিকিৎসা বাবদ বর্তমানে বছরে অনুমোদন ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত খরচের সুযোগ রয়েছে। এক্ষেত্রে নতুন করে কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে মোহাম্মদ খুরশিদ ওয়াহাব জানান, এই মুহুর্তে এ বিষয়ে ভাবা হয়নি। একই সঙ্গে এই বিষয়টিও আমার জানা নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন