শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রিডলি স্কটের জন্য চিত্রনাট্য লিখলেন বেন অ্যাফ্লেক এবং ম্যাট ডেমন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

রিডলি স্কটের পরিচালনায় পরবর্তী চলচ্চিত্র ‘দ্য লাস্ট ডুয়েল’-এ অভিনয় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বেন অ্যাফ্লেক এবং ম্যাট ডেমন। অ্যামেরিকান হলিউডে ডিজিটাল সাময়িকী জানিয়েছে এরা দুজন নিকোল হলোফসেনারের সঙ্গে চলচ্চিত্রটির চিত্রনাট্যও লিখেছেন। চতুর্দশ শতাব্দীতে ফ্রান্সে দুজন দ্বৈতযোদ্ধার গল্প অবলম্বনে এরিক জেগারের লেখা ‘দ্য লাস্ট ডুয়েল : আ ট্রু স্টোরি অফ ক্রাইম, স্ক্যান্ডাল, অ্যান্ড ট্রায়াল বাই কমব্যাট ইন মেডিইভ্যাল ফ্রান্স’ অবলম্বনে চিত্রনাট্য রচনা করা হয়েছে। হলিউডের দুই ঘনিষ্ঠ বন্ধু ডেমন (৪৮) ও অ্যাফ্লেক (৪৬) ১৯৯৭’র ‘গুড উইল হান্টিং’ ফিল্মের জন্য মৌলিক চিত্রনাট্য বিভাগে অস্কার জয় করেন। এরপর তারা অবশ্য চলচ্চিত্রে অভিনয়েই মনোনিবেশ করেন। ডেমন সর্বশেষ চলচ্চিত্র ২০১৫’র ‘দ্য মার্শান’ চলচ্চিত্রে স্কটের নির্দেশনায় অভিনয় করেছেন। ‘দ্য লাস্ট ডুয়েল’ নির্মিত হবে স্কট ফ্রি প্রডাকশন এবং ডেমন-অ্যাফ্লেকের পার্ল স্ট্রিট ফিল্মসের ব্যানারে। স্কট পরিচালিত চলচ্চিত্রের মধ্যে আছে ‘এলিয়েন’ (১৯৭৯), ‘বেøড রানার’ (১৯৮২), ‘গø্যাডিয়েটর’ (২০০০), ‘বø্যাক হক ডাউন’ (২০০১), ‘কিংডম অফ হেভেন’ (২০০৫), ‘অ্যামেরিকান গ্যাংস্টার’ (২০০৭) এবং ‘এক্সোডাস : গডস অ্যান্ড কিংস’।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন