বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হরমুজে যুক্তরাজ্যের ২য় যুদ্ধজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

হরমুজ প্রণালী হয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিতে পারস্য উপসাগরে যুক্তরাজ্যের পাঠানো দ্বিতীয় যুদ্ধজাহাজটি পৌঁছেছে। গত সপ্তাহে ব্রিটিশ তেলবাহী একটি ট্যাঙ্কার ইরান আটক করার পর ওই যুদ্ধাজাহাজ মোতায়েন করে যুক্তরাজ্য। রোববার দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ব্রিটিশ পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস মন্ট্রোসের সঙ্গে যোগ দিয়েছে এইচএমএস ডানকান। আগস্টের শেষের দিকে ২৩ ফ্রিগেট এইচএমএস মন্ট্রোসের দায়িত্ব পালন শেষ হওয়ার কথা রয়েছে। তার আগে পর্যন্ত ৪৫ ড্রেস্ট্রয়ারবাহী যুদ্ধজাহাজ এইচএমএস ডানকান যৌথভাবে কাজ করবে। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য এ দুই যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর কাছে চলাচল করবে। এক ঘোষণায় বলা হয়, হরমুজ প্রণালীর কাছে ঝুঁকিপূর্ণ পানিসীমায় ব্রিটিশ পতাকাবাহী জাহাজকে নিরাপত্তা দেবে ব্রিটিশ রয়্যাল নেভি। মিডল ইস্ট মনিটর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন