মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের সীমানাধীন মেঘনা নদীর মোহনা থেকে ট্রলার বোঝাই ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছে গজারিয়া কোষ্টগার্ড। এসময় মালবাহী ট্রলারসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়। আটকৃতরা হলেন বারিশাল জেলার হিজরা গ্রামের মো. শাহ্আলম বেপারি, মো. শুক্কুর, মো. শাহ্আলম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার সকাল পৌনে ৬টায় মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
গজারিয়া কোষ্টগার্ড ইনচার্জ পেটি অফিসার মশিউর রহমান জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে মালামাল বোঝাাই করে বরিশালের হিজলা উপজেলায় নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ধলেশ্বরী নদীতে ট্রলারটিকে চ্যালেঞ্জ করলে তারা চলে যায়। পরে মেঘনার মোহনায় ট্রলারটিকে আটক করলে ৫৮ রস্তা থেকে প্রায় ৪ কোটি মিটার কারেন্ট জাল মালামাল উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন