বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেতানিয়াহুর জন্য গান গাইলেন ফিলিস্তিনে জুতাপেটা খাওয়া সেই সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ৩:৫০ পিএম

গণকূটনীতির অংশ হিসেবে ইসরাইল সফরে গিয়েছিলেন সউদী আরবের ব্লগার-সাংবাদিকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। অবৈধ ইহুদি রাষ্ট্রটিতে তারা ব্যাপক সংবর্ধনা পেলেও ফিলিস্তিনিদের কাছ থেকে এসেছিল চরম বিরূপ প্রতিক্রিয়া।

জেরুজালেমের ওল্ড সিটি থেকে জুতা ও থুথু নিক্ষেপ করে তাড়িয়ে দেয়া হয়েছিল মোহাম্মদ সৌদ নামের এক ব্লগারকে। এবার ইহুদি রাষ্ট্রটির প্রতি নিজের জোরালো সমর্থন ব্যক্ত করলেন তিনি।-খবর স্পুটনিক

গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় তার প্রশংসায় ওই ব্লগার একটি গান পরিবেশন করেন। হিব্রু ভাষার ওই গানটি লিখেছেন ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়াহ গোল্ডবার্গ।

পরবর্তী সময়ে ওই সৌদি ব্লগারের প্রতি ফিলিস্তিনি শিশুদের জুতা নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।

ওই ব্লগার যখন জেরুজালেমের টেম্বল মাউন্ট পরিদর্শন করেন, তখন ফিলিস্তিনি শিশুরা তার প্রতি জুতা ও থুথু নিক্ষেপ করে। তাকে মোনাফেক ও ইহুদিবাদী আবর্জনা বলে উল্লেখ করে গালাগালও করা হয়েছে।

ইসরাইলি মুখপাত্র বলেন, মোহাম্মদ সৌদ এটা কঠিনভাবে নিয়েছেন। কিন্তু এটা হচ্ছে-ফিলিস্তিনিদের আসল চেহারা।

সৌদের ওপর হামলার ঘটনায় তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। হিব্রু ভাষায় কথা বলতে পারা সৌদ বলেন, ইসরাইলের প্রতি তার ভালোবাসা রয়েছে। এটাকে তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।

ওই হামলার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সউদী প্রতিনিধিদের বৈঠক বাতিল করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন