শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সরকারি অনুদান স্থগিত ও পুনঃনিরীক্ষণের জন্য আদালতে রিট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

২০১৮-১৯ অর্থবছরে চলচ্চিত্রে দেয়া সরকারি অনুদান স্থগিত ও পুনঃনিরীক্ষণের জন্য উচ্চ আদালতে রিট করেছেন চার নির্মাতা। সম্প্রতি জনস্বার্থে এই রিট করা নির্মাতারা হলেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অদ্রি হৃদয়েশ, সুপিন বর্মণ এবং খন্দকার সুমন। তাদেরকে আইনি সহায়তা দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। চলতি বছর অনুদান নীতিমালা লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের। বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনকারীরা অভিযোগ করে বলেন, ২০১৮-১৯ অর্থবছরের চলচ্চিত্রে অনুদান দেয়ায় অনিয়ম ও অস্বচ্ছতা সীমা ছাড়িয়েছে। তারা বলেন, গভীরভাবে পর্যবেক্ষণ ও প্রাপ্ত নানা তথ্য বিশ্লেষণ করে দেখেছি অনুদান প্রদানের প্রক্রিয়ায় অনুদান প্রদান নীতিমালার অনেক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল চলতি অর্থবছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান দেয়ার প্রক্রিয়ায় কিছু গড়মিল হয়েছে বলে উল্লেখ্য করে পদত্যাগ করেন চ‚ড়ান্ত কমিটির চার সদস্য। তারা হলেন মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম এবং ড. মতিন রহমান। তবে পরে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের ভিত্তিতে পুনরায় যোগ দেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন