বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বুরকিনা ফাসো হামলায় জড়িতদের দুই নারী

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগুর একটি হোটেল ও রেঁস্তোরায় চালানো হামলায় জড়িতদের মধ্যে ২ জন নারী রয়েছেন। গত শনিবার দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রী সিমন কমপাওরে এ কথা জানিয়েছেন। আল কায়েদার সাথে সম্পর্কিত একটি জঙ্গি গোষ্ঠীর কবল থেকে হোটেলটি উদ্ধারে বুরকিনা ফাসো ও ফ্রান্স নিরাপত্তা বাহিনীর যৌথ হামলায় ৪ জঙ্গি সদস্য নিহত হয়। এসময় জঙ্গিদের হাতে জিম্মিকৃত ১২৬ জনেরও বেশি লোককে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। স্পেলেনডিড হোটেল ও পাশের কাপুচিনো রেস্তোরাঁয় চালানো এ সন্ত্রাসী হামলায় ১৮টি দেশের ২৩ জন নাগরিক নিহত হয়েছেন। হামলাকারীদের ৩ জন প্রথম হোটেলটিতে এবং চতুর্থ জন পাশের হোটেলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। টেলিগ্রাফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন