বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হারানো ফোনের খোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

পথেঘাটে-ট্রেনেবাসে কিংবা শপিং মলে পকেটমার হঠাৎ করে সাধের স্মার্টফোন নিয়ে গেলে কতটা বিপাকে পড়েতে হয় তা শুধুমাত্র ভুক্তভোগীই বোঝেন। ফোন হারানো তো আটকানো যাবে না, তবে জেনে নিন, কপাল ভালো থাকলে, গুগল ব্যবহার করে কী ভাবে আপনার সাধের হারানো স্মার্টফোন ফের আপনার হাতে আসতে পারে।

কম্পিউটার থেকে হারানো মোবাইল ট্র্যাক করতে হলে আপনার একমাত্র হাতিয়ার জিমেল। ফোন হারানোর পর কম্পিউটারে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করুন। স্ক্রিনের ডানদিকের কোনায় উপরের দিকে আইকন দেখে আপনার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করুন। যে উইন্ডো খুলবে, তার বাঁ দিকে থাকা সিকিওরিটি ট্যাব সিলেক্ট করুন। পরবর্তী স্ক্রিনে ‘ইয়োর ডিভাইস’ বাটন থেকে ‘ফাইন্ড এ লস্ট অর স্টোলেন ফোন’ ট্যাবে ক্লিক করুন। নতুন স্ক্রিনে, ওই গুগল অ্যাকাউন্ট খোলা হয়েছে, এমন অসংখ্য ডিভাইস, যেমন আপনার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, অফিসের কম্পিউটার ইত্যাদির নাম আসবে। তার থেকে দেখে আপনার হারানো স্মার্টফোনটিতে ক্লিক করুন।
ভেরিফাই করার উইন্ডো এলে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তা গুগল ম্যাপে দেখাবে কোন এলাকায় ফোনটি রয়েছে। যদি মোবাইলটি আপনার কাছাকাছি থাকে তাহলে আইকনটি সবুজ দেখাবে না হলে ধূসর। আইকনে ক্লিক করে এ বার মোবাইলে ডিরেকশন অন করে চলতে থাকুন মোবাইলের উদ্দেশে। যখন দেখাবে তা আপনার অত্যন্ত কাছে, তখন ‘প্লে-সাউন্ড’ বাটনে চাপ দিলে মোবাইল সেই তল্লাটে যার কাছে, যেখানেই থাকুক না কেন, পাঁচ মিনিট টানা বাজতে থাকবে, যা বন্ধ করা যাবে না ফোন একেবারে বন্ধ না করে দিলে। ফোন সাইলেন্ট মোডে রেখে দিলেও কিন্তু ফোন বেজে উঠে নিজের অস্তিত্ব জানান দেবে। সূত্র : ইন্টারনেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন