শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে -বিবৃতিতে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, ঢাকাসহ দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে। দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ডেঙ্গুর প্রকোপরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে তিনি। পীর সাহেব বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীসহ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের নিজ নিজ থেকেই পদত্যাগ করা উচিত ছিল। তিনি বলেন, মশার নিধনের ওষুধ ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে যা মিডিয়ায় প্রকাশ হয়েছে। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। সরকারের অবহেলার কারণে দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। তিনি বলেন, ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে ইতোমধ্যে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে ডাক্তার, ছাত্র, নারী ও শিশুসহ বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সরকার এ দায় এড়াতে পারবে না। পর্যাপ্ত সেবা ও ওষুধ পাওয়া যাচ্ছে না। এছাড়া পীর সাহেব চরমোনাই ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে শান্তিপূর্ণ বিশাল গণমিছিল সফল করায় সর্বস্তরের নেতাকর্মী, প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ীসহ, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

কুড়িগ্রাম-গাইবান্ধায় ত্রাণ বিতরণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা, গোপাদহ, বেরুবাড়ি ও লালমনিরহাট জেলার বেশ কয়েকটি স্পটসহ কমপক্ষে ২৯টি স্পটে এবং গাইবান্ধা জেলা শাখার ব্যবস্থাপনায় গাইবান্ধা সদর থানার খোলাহাটি, বাদিয়াখালি, বোয়ালি, পশ্চিম কোমরনৈই মিয়াপাড়া, কুটিপাড়াসহ ফুলছড়ি থানার কেতকিরহাট, কালিরবাজার, বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন ত্রাণ টিমের প্রধান কেন্দ্রীয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মওলানা ইমতিয়াজ আলম। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শহিদুল ইসলাম কবির, যুবনেতা আব্দুল মমিন, ছাত্রনেতা এমএ হাসিব গোলদার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন