শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শিশুর মুখ থেকে ৫২৬টি দাঁত অপসারিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

অবিশ্বাস্য হলেও সত্য! ভারতের চেন্নাইয়ে এক বালকের মুখ থেকে অপারেশন করে তুলে ফেলা হয়েছে অতিরিক্ত ৫২৬টি দাঁত। ওই অপারেশন ও দাঁত তুলে এনে প্রামাণ্য আকারে তা সবার সামনে তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। মাত্র ৭ বছর বয়সী বালক রবীন্দ্রনাথের নিচের চোয়ালে মাড়ির পাশে অবস্থান করছিল এসব দাঁত। এতে তার মুখ ফুলে গিয়েছিল। কিন্তু খালি চোখে তা দেখা যেতো না। মুখ ফোলা নিয়ে তার অভিভাবকরা তাকে নিয়ে যান চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান তার মাড়ির পিছনে নিচের চোয়ালে মাংসের ভিতর অবস্থান করছে ওইসব দাঁত। এসব দাঁত কোনো স্বাভাবিক দাঁত নয়। অবশেষে চিকিৎসকরা রবীন্দ্রনাথের মুখে অস্ত্রোপচার করে বের করে আনেন ৫২৬টি দাঁত। এতে তাদের সময় লাগে প্রায় ৫ ঘন্টা। সবচেয়ে মজার বিষয় হলো, এর ফলে ৭ বছর বয়সী রবীন্দ্রনাথ এখন বেদনাহীন হাসি হাসার সুযোগ পেয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন