শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডেলিভারি বয় মুসলিম, খাবার ফেরত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

খাবার আসবে কখন? রেস্তোরাঁয় অর্ডার দেওয়ার পর সচরাচর মনে এই প্রশ্ন সবার আগে আসে। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লের মনে প্রশ্ন জেগেছিল, খাবার যিনি আনবেন সেই ডেলিভারি বয়ের ধর্ম কী? অনলাইনে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোতে বুধবার সন্ধ্যায় খাবারের অর্ডার দিয়েছিলেন অমিত। এরপর তিনি ওই অ্যাপে দেখেন, তার খাবার নিয়ে আসছেন ফৈয়াজ নামের এক মুসলিম যুবক। তিনি ‘ডেলিভারি বয়’ পাল্টে দেওয়ার অনুরোধ জানান জোম্যাটোর কাছে। কিন্তু তার অনুরোধ রাখেনি জোম্যাটো। উল্টো এক টুইট করে তাকে জানানো হয়েছে, ‘খাবারের কোনও ধর্ম হয় না। খাবার নিজেই একটি ধর্ম। জোম্যাটো কর্তৃপক্ষের এই অবস্থান বাহবা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে। তবে অমিত জানিয়েছেন, জোম্যাটো টাকা ফেরত না দেওয়া সত্তে¡ও অর্ডার বাতিল করে দিয়েছেন তিনি। অ্যাপটিও মুছে ফেলেছেন। যদিও তাতে কান না দিয়ে খোদ জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দ্র গয়াল এক টুইট বার্তায় বলেছেন, ‘ভারতের বৈচিত্র্যের আদর্শে আমরা গর্বিত। আমাদের মূল্যবোধের পরিপন্থী কিছু করার বদলে ব্যবসায়িক ক্ষতি হলেও দুঃখ নেই।’ওয়েবসাইট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন