শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিশুদের নিরাপদ ইন্টারনেট সেবা দিতে রুল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

শিশুদের নিরাপদ ইন্টারনেট সেবা প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না-এই মর্মে রুল নিশি জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আপত্তিকর সাইট বন্ধের নির্দেশ এবং শিশুবান্ধব ইন্টারনেট চালুর নির্দেশ কেন দেয়া হবে না-রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

এক রিট পিটিশনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি, তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন