বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চার প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে ভেজাল বিরোধী অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে হোটেলসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল ইসলামের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় মুদি মনোহরী ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নিম্নমানের মিষ্টি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষিণ আইনে নিউ মিষ্টি মুখকে ১০ হাজার, আদি মিষ্টান্ন ভাÐারকে ৩ হাজার, ইউসুফ স্টোরকে ৪ হাজার, মোস্তফা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ফুডস সেফটি ইন্সপেক্টর মনিরুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, যারা খাদ্যে ভেজাল করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন