শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিস্ফোরণের পর ১২ ঘণ্টা জ্বললো শ্রীলংকার অস্ত্রগুদাম

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলংকার রাজধানী কলম্বোর কাছে সামরিক বাহিনীর একটি অস্ত্র গুদামে সিরিজ বিস্ফোরণের পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। কলম্বোর সালাওয়া সেনানিবাসের ছয় কিলোমিটারের মধ্যে বসবাসরত লোকজনকে ঘরবাড়ি ছাড়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই এলাকার লোকজনকে নিরাপত্তার জন্য স্কুল-কলেজ ও মন্দিরে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনী আজ এক বিবৃতিতে বলেছে, গোলা বারুদের গুদামে বিস্ফোরণের পর সেটি ১২ ঘণ্টা ধরে জ্বলতে থাকে। সেনাবাহিনীর মুখপাত্র জয়ানাথ জয়াভিরা জানিয়েছেন, আগুনে নিভানো হয়েছে তবে এখনো বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। সে কারণে আমরা লোকজনকে দূরে থাকার জন্য পরামর্শ দিচ্ছি। শ্রীলংকা সরকারের মুখপাত্র রাজিথা সিনারতেœ জানিয়েছে, বিস্ফোরণের কারণ পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। তিনি বলেন, এটি যেহেতু সামরিক বাহিনীর বিষয় সে কারণে তারাই ঘটনার তদন্ত করে দেখবে যে, এটি নিতান্তই বিস্ফোরণ নাকি অন্তর্ঘাতমূলক কোনো তৎপরতা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন