শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৩:২৩ পিএম

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, চাইলেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব না। এজন্য সবাইকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে। দীর্ঘদিন এর বিরুদ্ধে কাজ করতে পারলে এ সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

আজ শনিবার দুপুরে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১৫ আগস্ট শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

দেশে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ সংকট থেকে বের হওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কলকাতার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ দুই বছর ড্রেন-নালা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম চালানোর পর কলকাতাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে আমাদের সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মজলুম আহমেদ ৩ আগস্ট, ২০১৯, ৪:১৫ পিএম says : 0
মহান আল্লাহর সাহায্য ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়।
Total Reply(0)
Md. Safiqul Islam ৩ আগস্ট, ২০১৯, ৫:৫৫ পিএম says : 0
যাদের নিয়ে ভোট চুরি করে ক্ষমতায় গেছেন তাদের নিয়ে সমন্বয় করুন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন