বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফ্রান্সে অর্থমন্ত্রীকে ডিম ছুড়ে প্রতিবাদ

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রস্তাবিত শ্রম আইন সংস্কার বিল নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্সের অর্থমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছে সিজিটি ট্রেড ইউনিয়নের কর্মীরা। ফরাসি অর্থমন্ত্রী ইমানুয়েল ম্যাকরঁ প্যারিসের মনট্রেইলের একটি পোস্ট অফিসে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করতে গিয়েছিলেন। ফ্রান্সে পপুলার ফ্রন্ট সরকারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই স্মারক ডাকটিকিটটি অবমুক্ত করা হয়। পপুলার ফ্রন্ট সরকারই দেশটির শ্রমিকদের অধিকার রক্ষার নতুন আইন করেছিল। সিজিটি কর্মীরা ম্যাকরঁ দিকে ডিম ছুড়ে মারে এবং চলে যাও বলে চিৎকার করতে থাকে। শ্রমিকদের ছুড়ে মারা ডিম ম্যাকরঁ মাথায় লাগে এবং তার চুল ডিমের কুসুমে মাখামাখি হয়ে যায়। এ পরিস্থিতির শিকার হওয়ার পর ম্যাকরঁ সাংবাদিকদের বলেন, চলমান পরিস্থিতিতে এটিই স্বাভাবিক। যদিও এটি আমার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। যারা পরিবর্তন মেনে নিতে পারে না তাদের জন্য অর্থনীতিতে কোনো ভবিষ্যৎ নেই। শ্রম আইন সংস্কারের প্রস্তাবিত বিলটি নিয়ে গত মাস থেকে ফ্রান্সে আন্দোলন করছে শ্রমিকরা। সিজিটি ট্রেড ইউনিয়নের ডাকে শুরু হওয়া এই আন্দোলনে দেশটির প্রায় সব স্তরের শ্রমিকরা অংশ নিলেও বর্তমানে আন্দোলন মৃতপ্রায়। সরকারের পক্ষ থেকে সিজিটিকে ব্যাপক চাপ দেয়া হচ্ছে। এর আগে, গত রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলন্দ বলেন, যদি রেল ও এয়ারলাইন কর্মীদের ধর্মঘটের কারণে আসন্ন ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্ট দেখতে ফুটবল প্রেমীদের ফ্রান্সে আগমন বাধাগ্রস্ত হয় তবে তার ফল হবে অচিন্তনীয়। ১০ জুন থেকে ফ্রান্সে শুরু হচ্ছে একমাসব্যাপী আয়োজন ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্ট। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন