বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন জোটে অংশ নেবে না জাপান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা রক্ষার নামে আমেরিকা যে আন্তর্জাতিক সামরিক জোট গঠন করার পরিকল্পনা নিয়েছে তাতে যোগ দেবে না জাপান। তবে কেবলমাত্র নিজেদের তেল ট্যাংকারের নিরাপত্তার জন্য আলাদা করে যুদ্ধজাহাজ পাঠানো হতে পারে। জাপান সংসদের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিডে সুগা শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। জাপান বিশ্বের ৪র্থ তেল আমদানিকারক দেশ। অন্যতম তেল রফতানিকারক দেশ ইরানের সঙ্গে দেশটি তাই কোন ধরণের ঝামেলায় যেতে চাইছে না। তাছাড়া, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে জাপান দেশের বাইরে কোথাও সেনা পাঠায়নি। মাইনিচি শিম্বুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন