বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডেঙ্গুকে জাতীয় দুর্যোগ ঘোষণা করুন

বাংলাদেশ মুসলিম লীগ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মুসলিম লীগের নেতৃবৃন্দ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ডেঙ্গু মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মহামারি আকারের দিকে গড়াচ্ছে। কর্তৃপক্ষ অকার্যকর মশার ঔষধের স্থলে নতুন কার্যকরী ঔষধ কবে আনবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না। দেশের প্রতিটি মানুষ আজ ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত। নেতৃবৃন্দ অবিলম্বে ডেঙ্গু পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করে মহামারি ঠেকানোর পদক্ষেপ নিতে সরকারের নিকট জোর দাবি জানান।

গতকাল শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে বাংলাদেশ মুসলিম লীগের ৪৩তম পুর্নগঠন বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, খোন্দকার জিল্লুর রহমান, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, আনোয়ার হোসেন আবুড়ী ও কাজী এ.এ কাফী। নেতৃবৃন্দ বলেন, আধুনিক প্রযুক্তির যুগে ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে সক্ষম না হওয়ার কারণ কি তা জাতি জানতে চায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন