মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৪:৫৩ পিএম

বিশ্বকাপের পর মাঠে নেমেই জয় তুলে নিয়েছে বিরাট কোহলির ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে ভারত। উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের সুবাদে ১৭ ওভার ২ বলেই জয় নিশ্চিত করে কোহলিরা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারিরা।
রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় ভারত। দলীয় ৩২ রানে ফিরে যান শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ঋষভ পন্থ। পরে মণীশ পাণ্ডেকে নিয়ে প্রতিরোধ গড়েন বিরাট কোহলি। উভয়েই ১৯ রান করে ফিরে যাওয়ার আগে নিরাপদ অবস্থানে রেখে যান দলকে। শেষে রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জয় নিশ্চিত করেন। রোহিত শর্মা সর্বোচ্চ ২৪ রান করেছেন।
এর আগে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের চরম ব্যাটিং বিপর্যয় ঘটে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯ উইকেটে ৯৫ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
বাংলাদেশ সময় রাত আটটা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রাউয়ার্ড আঞ্চলিক পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে উইন্ডিজ দল।
কোনো রান যোগ করার আগেই ফেরেন জন ক্যাম্পবেল। ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৮ রানে অন্য ওপেনার এভিন লুইসও আউট হয়ে যান।
পরে ২০ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান নিকোলাস পুরান। তিনি ফেরেন ১৬ বলে ২০ রান করে। দলের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন কায়রন পোলার্ড। উইকেটের একপাশ আগলে রাখেন তিনি। অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সিমরন হিতমার, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন ও কার্লোস ব্রাথওয়েটরা।
পোলার্ড ইনিংস শেষ হওয়ার তিন বল আগে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৪৯ বলে ৪টি ছক্কা ও দুই বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত ৯৫ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। ভারতের হয়ে অভিষেক ম্যাচে চার ওভারে ১৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নভদীপ শাইনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন