মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতে নতুন কোচ চান আকতার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৫:৫০ পিএম

ভারতের নেতৃত্বে বিরাট কোহলিকেই দেখতে চান পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। কিন্তু দলের জন্য যদি পরিবর্তনের প্রয়োজন হয়, তবে কোচ এবং নির্বাচক কমিটিতে রদবদল করা উচিত বলে মনে করেন তিনি।

আখতার বলেন, ‘কোহলি খুবই ভালো ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবেও দারুণ করছে সে। বিশ্বকাপের মত বড় মঞ্চে সেরা সাফল্য পায়নি, কিন্তু দলকে বেশ ভালো নেতৃত্ব দিচ্ছেন কোহলি। তবে ভারতে কোচ বা নির্বাচক প্যানেলে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’

২০১৫ সাল থেকে পুরোপুরিভাবে ভারতের নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এরপর তার নেতৃত্বে তিন ফরম্যাটেই সাফল্য পেয়েছে ভারত। টেস্টে-ওয়ানডেতে র‌্যাংকিং-এ এক নম্বর দল হওয়া ছাড়াও টি-২০তেও সাফল্য পেয়েছে ভারত। তার নেতৃত্বেই ইংল্যান্ডে অনুষ্ঠেয় দ্বাদশ বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছিলো ভারত। কিন্তু সেমিফাইনালে থেমে যায় টিম ইন্ডিয়ার যাত্রা। এরপর কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের জন্য ভারতের অধিনায়ক করার গুঞ্জন উঠে। সেই সাথে পুরো কোচিং স্টাফদেরও পরিবর্তন করার চিন্তা করতে শুরু করে ভারতীয় বোর্ড। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর সম্মুখে থাকায় পুরনো সেটআপ রেখে দেয় বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতীয় দলে অধিনায়ক থেকে শুরু করে কোচিং স্টাফ ও নির্বাচক প্যানেলেও পরিবর্তন আসতে পারে। তবে ভারতের অধিনায়ক হিসেবে কোহলিকেই দেখতে চান পাকিস্তানের আকতার, ‘কোহলিকে নেতৃত্ব থেকে সরানো উচিত হবে না। গত তিন-চার বছর অধিনায়ক হিসেবে ভালো করছে কোহলি। তবে এখন কোহলির দরকার একজন ভাল কোচ। যে কোহলির সাথে মানিয়ে নিতে পারবে। সেই সাথে দরকার খুব ভাল নির্বাচক কমিটি। যাদের সাথে কোহলির ভালো বোঝাপড়া হবে। কোচ এবং নির্বাচন কমিটি ভাল হলে কোহালির কাজ আরও সহজ হবে, এতে আরও ভালভাবে নেতৃত্ব দিতে পারবে সে।’

ভারতের সাবেক অনেকেই মনে করছেন কোহলিকে টেস্টে, রোহিতকে রঙ্গীন পোশাকের নেতৃত্ব দেয়ার কথা। কারণ আইপিএলে ও কিছু আন্তর্জাতিক ম্যাচে রোহিতের অধিনায়কত্বের সুনাম রয়েছে। তবে সাবেকদের সাথে একমত নন আকতার। তার মতে, ‘রোহিত ভাল অধিনায়ক, সেই ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। আইপিএল ও কিছু আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে ভালো করেছে সে। তবে আমার মতে, কোহলিকে ভারতের অধিনায়ক হিসেবে রেখে দেওয়াই সঠিক হবে। কোহলিকে নেতৃত্ব থেকে সরানো উচিত হবে না ভারতের। ভবিষ্যতে ভারতকে আরও সাফল্য এনে দিতে পারবে সে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন