শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আলবার প্রতিদ্বন্দ্বী তরুণ ফিরপো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৭:৩১ পিএম

রিয়াল বেটিস থেকে লেফট-ব্যাক জুনিয়র ফিরপোকে দলভুক্ত করেছে বার্সেলোনা।

২২ বছর বয়সী স্প্যানিশ তারকার সঙ্গে লা লিগা চ্যাম্পিয়নদের চুক্তি পাঁচ বছরের, রিলিজ ক্লজ রাখা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো।

রোববার এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জুনিয়র ফিরপোর ট্রান্সফারের ব্যাপারে বার্সেলোনা এবং রিয়াল বেটিস মতৈক্যে পৌঁছেছে।’ বিবৃতিতে ট্রান্সফার ফি উল্লেখ করা হয়েছে ১৮ মিলিয়ন ইউরো, শর্তসাপেক্ষে এর সঙ্গে আরও ১২ মিলিয়ন ইউরো যোগ হতে পারে।

চলতি দলবদলের বাজারে চতুর্থ খেলোয়াড় হিসেবে ন্যু ক্যাম্পের দলটিতে যোগ দিলেন ফিরপো। এর আগে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং, ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ন গ্রিজম্যান ও ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতোকে দলভুক্ত করে কাতালান ক্লাবটি।

জর্ডি আলবার বিকল্প হিসেবে ফিরপোকে দলে টানেন কোচ আর্নেস্তো ভালভার্দে। লুকাস ডিগনি এভারটনে পাড়ি জমানোয় গত মৌসুমে এই পজিশনের জন্য ভালোই ভুগতে হয়েছিল বার্সাকে। তরুণ তারকা হুয়ান মিরান্ডার উপর তেমন আস্থা নেই ভালভার্দের। এদিকে গত মৌসুম এইবারে দারুণ সময় পার করার পরও মার্ক কাকুরেল্লাকে এবার গেটাফেতে ধারে পাঠিয়েছে বার্সা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন